Friday, June 29, 2018

১১৪.সুরাহ আন নাস(1-6)

১১৪.সুরাহ আন নাস(1-6)
114.সুরাহ আন নাস(1-6)

ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻗُﻞ ﺃَﻋﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟﻨّﺎﺱِ
[1] বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি

মানুষের পালনকর্তার,
[1] Say: “I seek refuge with (Allâh) the
Lord of mankind,
[2] ﻣَﻠِﻚِ ﺍﻟﻨّﺎﺱِ
[2] মানুষের অধিপতির,
[2] “The King of mankind —
[3] ﺇِﻟٰﻪِ ﺍﻟﻨّﺎﺱِ
[3] মানুষের মা’বুদের

[3] “The Ilâh (God) of mankind,
[4] ﻣِﻦ ﺷَﺮِّ ﺍﻟﻮَﺳﻮﺍﺱِ
ﺍﻟﺨَﻨّﺎﺱِ
[4] তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা
দেয় ও আত্নগোপন করে,
[4] “From the evil of the whisperer (devil
who whispers evil in the hearts of men)
who withdraws (from his whispering in
one’s heart after one remembers Allâh) ,
[5] ﺍﻟَّﺬﻯ ﻳُﻮَﺳﻮِﺱُ ﻓﻰ ﺻُﺪﻭﺭِ
ﺍﻟﻨّﺎﺱِ
[5] যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
[5] “Who whispers in the breasts of
mankind,
[6] ﻣِﻦَ ﺍﻟﺠِﻨَّﺔِ ﻭَﺍﻟﻨّﺎﺱِ
[6] জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের
মধ্য থেকে।
[6] “Of jinn and men.”
Surah Al Nas
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি
মানুষের পালনকর্তার,
2.
মানুষের অধিপতির,
3.
মানুষের মা’বুদের
4.
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা
দেয় ও আত্নগোপন করে,
5.
যে কুমন্ত্রণা দেয় মানুষের
অন্তরে
6.
জ্বিনের মধ্য থেকে অথবা
মানুষের মধ্য থেকে।
*********

No comments:

Post a Comment

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...