Friday, June 29, 2018

১০৮। সুরাহ আল কাউসার (1-3)

১০৮। সুরাহ আল কাউসার (1-3)
108.সুরাহ আল কাউসার (1-3)

ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺇِﻧّﺎ ﺃَﻋﻄَﻴﻨٰﻚَ ﺍﻟﻜَﻮﺛَﺮَ
[1] নিশ্চয় আমি আপনাকে কাওসার
দান করেছি।
[1] Verily, We have granted you (O
Muhammad (SAW)) Al-Kauthar (a river
in Paradise);
[2] ﻓَﺼَﻞِّ ﻟِﺮَﺑِّﻚَ ﻭَﺍﻧﺤَﺮ
[2] অতএব আপনার পালনকর্তার
উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী
করুন।

[2] Therefore turn in prayer to your
Lord and sacrifice (to Him only)
[3] ﺇِﻥَّ ﺷﺎﻧِﺌَﻚَ ﻫُﻮَ ﺍﻷَﺑﺘَﺮُ
[3] যে আপনার শত্রু, সেই তো
লেজকাটা, নির্বংশ।
[3] For he who hates you (O Muhammad
(Peace be upon him)), he will be cut off
(from every posterity good thing in this
world and in the Hereafter).
Surah Al
Kawthar.

ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
নিশ্চয় আমি আপনাকে কাওসার দান
করেছি।
2.
অতএব আপনার পালনকর্তার
উদ্দেশ্যে নামায পড়ুন এবং
কোরবানী করুন।
3.
যে আপনার শত্রু, সেই তো
লেজকাটা, নির্বংশ।
*********

No comments:

Post a Comment

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...