Friday, June 29, 2018

১১২।সুরাহ আল ইখলাস(1-4)

১১২।সুরাহ আল ইখলাস(1-4)
112.সুরাহ আল ইখলাস(1-4)

ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻗُﻞ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪٌ
[1] বলুন, তিনি আল্লাহ, এক,
[1] Say (O Muhammad (SAW)): “He is
Allâh, (the) One.
[2] ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﺼَّﻤَﺪُ
[2] আল্লাহ অমুখাপেক্ষী,
[2] “Allâh-us-Samad ( ﺍﻟﺴﻴﺪ ﺍﻟﺬﻱ ﻳﺼﻤﺪ ﺇﻟﻴﻪ
ﻓﻲ ﺍﻟﺤﺎﺟﺎﺕ ) [Allâh the Self-Sufficient
Master, Whom all creatures need, (He
neither eats nor drinks)].
[3] ﻟَﻢ ﻳَﻠِﺪ ﻭَﻟَﻢ ﻳﻮﻟَﺪ
[3] তিনি কাউকে জন্ম দেননি এবং
কেউ তাকে জন্ম দেয়নি
[3] “He begets not, nor was He begotten;
[4] ﻭَﻟَﻢ ﻳَﻜُﻦ ﻟَﻪُ ﻛُﻔُﻮًﺍ ﺃَﺣَﺪٌ
[4] এবং তার সমতুল্য কেউ নেই।
[4] “And there is none co-equal or
comparable unto Him.”
Surah Al Akhlas

ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
বলুন, তিনি আল্লাহ, এক,
2.
আল্লাহ অমুখাপেক্ষী,
3.
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ
তাকে জন্ম দেয়নি
4.
এবং তার সমতুল্য কেউ নেই।
*********

No comments:

Post a Comment

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...