Friday, June 29, 2018

১১৩।সুরাহ আল ফালাক (1-5)

১১৩।সুরাহ আল ফালাক (1-5)
113.সুরাহ আল ফালাক (1-5)

ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﻗُﻞ ﺃَﻋﻮﺫُ ﺑِﺮَﺏِّ ﺍﻟﻔَﻠَﻖِ
[1] বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি
প্রভাতের পালনকর্তার,
[1] Say: “I seek refuge with (Allâh) the
Lord of the daybreak,
[2] ﻣِﻦ ﺷَﺮِّ ﻣﺎ ﺧَﻠَﻖَ
[2] তিনি যা সৃষ্টি করেছেন, তার
অনিষ্ট থেকে,

[2] “From the evil of what He has
created;
[3] ﻭَﻣِﻦ ﺷَﺮِّ ﻏﺎﺳِﻖٍ ﺇِﺫﺍ ﻭَﻗَﺐَ
[3] অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে,
যখন তা সমাগত হয়,
[3] “And from the evil of the darkening
(night) as it comes with its darkness; (or
the moon as it sets or goes away)
[4] ﻭَﻣِﻦ ﺷَﺮِّ ﺍﻟﻨَّﻔّٰﺜٰﺖِ ﻓِﻰ
ﺍﻟﻌُﻘَﺪِ
[4] গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে
জাদুকারিনীদের অনিষ্ট থেকে
[4] “And from the evil of those who
practise witchcrafts when they blow in
the knots,
[5] ﻭَﻣِﻦ ﺷَﺮِّ ﺣﺎﺳِﺪٍ ﺇِﺫﺍ ﺣَﺴَﺪَ
[5] এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন
সে হিংসা করে।
[5] “And from the evil of the envier
when he envies.”
Surah Al Falaq



Ads by AdClickMedia
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি
প্রভাতের পালনকর্তার,
2.
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট
থেকে,
3.
অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন
তা সমাগত হয়,
4.
গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে
জাদুকারিনীদের অনিষ্ট থেকে
5.
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন
সে হিংসা করে।
*********

No comments:

Post a Comment

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...