Friday, June 29, 2018

১০১. সুরাহ আল করিয়াহ(1-11)

১০১. সুরাহ আল করিয়াহ(1-11)
101.সুরাহ আল করিয়াহ(1-11)
ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺍﻟﻘﺎﺭِﻋَﺔُ
[1] করাঘাতকারী,
[1] Al-Qâri’ah (the striking Hour i.e. the
Day of Resurrection),
[2] ﻣَﺎ ﺍﻟﻘﺎﺭِﻋَﺔُ
[2] করাঘাতকারী কি?
[2] What is the striking (Hour)?
[3] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣَﺎ ﺍﻟﻘﺎﺭِﻋَﺔُ
[3] করাঘাতকারী সম্পর্কে আপনি কি
জানেন ?

[3] And what will make you know what
the striking (Hour) is?
[4] ﻳَﻮﻡَ ﻳَﻜﻮﻥُ ﺍﻟﻨّﺎﺱُ
ﻛَﺎﻟﻔَﺮﺍﺵِ ﺍﻟﻤَﺒﺜﻮﺙِ
[4] যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত
পতংগের মত
[4] It is a Day whereon mankind will be
like moths scattered about,
[5] ﻭَﺗَﻜﻮﻥُ ﺍﻟﺠِﺒﺎﻝُ ﻛَﺎﻟﻌِﻬﻦِ
ﺍﻟﻤَﻨﻔﻮﺵِ
[5] এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন
পশমের মত।
[5] And the mountains will be like
carded wool,
[6] ﻓَﺄَﻣّﺎ ﻣَﻦ ﺛَﻘُﻠَﺖ ﻣَﻮٰﺯﻳﻨُﻪُ
[6] অতএব যার পাল্লা ভারী হবে,
[6] Then as for him whose balance (of
good deeds) will be heavy,
[7] ﻓَﻬُﻮَ ﻓﻰ ﻋﻴﺸَﺔٍ ﺭﺍﺿِﻴَﺔٍ
[7] সে সুখীজীবন যাপন করবে।
[7] He will live a pleasant life (in
Paradise).
[8] ﻭَﺃَﻣّﺎ ﻣَﻦ ﺧَﻔَّﺖ ﻣَﻮٰﺯﻳﻨُﻪُ
[8] আর যার পাল্লা হালকা হবে,
[8] But as for him whose balance (of
good deeds) will be light,
[9] ﻓَﺄُﻣُّﻪُ ﻫﺎﻭِﻳَﺔٌ
[9] তার ঠিকানা হবে হাবিয়া।
[9] He will have his home in Hawiyah
(pit, i.e. Hell)
[10] ﻭَﻣﺎ ﺃَﺩﺭﻯٰﻚَ ﻣﺎ ﻫِﻴَﻪ
[10] আপনি জানেন তা কি?
[10] And what will make you know what
it is?
[11] ﻧﺎﺭٌ ﺣﺎﻣِﻴَﺔٌ
[11] প্রজ্জ্বলিত অগ্নি!
[11] (It is) a fiercey blazing Fire!
Surah Al
Qariyah

ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
করাঘাতকারী,
2.
করাঘাতকারী কি?
3.
করাঘাতকারী সম্পর্কে আপনি কি
জানেন ?
4.
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত
পতংগের মত
5.
এবং পর্বতমালা হবে ধুনিত
রঙ্গীন পশমের মত।
6.
অতএব যার পাল্লা ভারী হবে,
7.
সে সুখীজীবন যাপন করবে।
8.
আর যার পাল্লা হালকা হবে,
9.
তার ঠিকানা হবে হাবিয়া।
10.
আপনি জানেন তা কি?
11.
প্রজ্জ্বলিত অগ্নি!
*********

No comments:

Post a Comment

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...