Monday, June 25, 2018

ফেসবুক, মেসেঞ্জার ,হোয়াটসএ্যাপ ইত্যাদিতে চ্যাটিংএর সময় বিভিন্ন ধরণের emoji ব্যবহারের বিধান?

ফেসবুক, মেসেঞ্জার ,হোয়াটসএ্যাপ ইত্যাদিতে চ্যাটিংএর সময় বিভিন্ন ধরণের emoji ব্যবহারের বিধান?
পূর্ণ অবয়ব যুক্ত emoji অর্থাৎ যে সব emojiতে প্রাণীর মাথা, মুখ, চোখ, নাক, কান ইত্যাদি স্পষ্টভাবে বুঝা যাচ্ছে সেগুলো ব্যবহার থেকে বিরত থাকাই কতর্ব্য। এগুলো হাদীসে বর্ণিত নিষিদ্ধ ‘প্রাণীর ছবি’র অন্তর্ভূক্ত হবে বলে আশংকা রয়েছে। তবে যদি চোখ, মুখ ইত্যাদি অঙ্গগুলো স্পষ্ট না বুঝা যায় তাহলে তা ব্যবহারে দোষ নেই। কেননা, এগুলোকে ‘প্রাণীর ছবি’ বলা যায় না বরং খুব বেশী এগুলোকে আঁকিবুকি, চিহ্ন বা রেখার অন্তর্গত বলা যায়। তবে যথাসম্ভব এ সব ব্যবহার থেকে বিরত থাকাই অধিক নিরাপদ।

আল্লাহু আলাম।
*শায়খ আব্দুল্লাহিল হাদী*

No comments:

Post a Comment

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...