Thursday, June 21, 2018

ঘরে প্রণীর ছবি, কার্টুন, প্রতিকৃতি বা মূর্তী থাকলে সে ঘরে সালাত আদায় করার বিধান কি?

ঘরে প্রণীর ছবি, কার্টুন, প্রতিকৃতি বা মূর্তী থাকলে সে ঘরে সালাত আদায় করার বিধান কি?
-------------------------------------------
প্রশ্ন: -----আমাদের ঘরে খাতা-পত্র, প্যাকেট ইত্যাদিতে ছবির মতো কার্টুন থাকে। এগুলোর জন্য সে ঘরে নামাজ পড়লে কি তা সহীহ হবে? বা এতে করে কি ঘরে রহমতের ফেরেশতা আসবে না?
উত্তর: --যে ঘরে প্রাণীর ছবি, কার্টুন, প্রতিকৃতি, মূর্তি ইত্যাদি থাকবে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাই সেগুলোকে ঘর থেকে সরানো অথবা আসবাব-পত্রে যে সকল প্রাণীর ছবি বা প্রাণীর কার্টুনের ছবি আছে সেগুলোর মুখমণ্ডল কালি দিয়ে বা যে কোনভাবে মুছে দেয়া জরুরি। 

তবে ঘরে এ ধরণের ছবি, কার্টুন ইত্যাদি থাকা স্বত্বেও যদি সালাতের সঠিক নিয়মে সালাত আদায় করা হয় তাহলে তা সহীহ হবে ইনশাআল্লাহ। তবে প্রাণীর কার্টুন, ছবি, মূর্তি ইত্যাদি রাখার কারণে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আল্লাহ আলাম।
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

No comments:

Post a Comment

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...