প্রশ্ন: ইসলাম হস্তমৈথুন সম্পর্কে কী বলে?
উত্তর:
স্বামী-স্ত্রীর মিলন বা দাসীর সাথে যৌন সঙ্গম ছাড়া অন্য কোনভাবে যৌনক্ষুধা নিবারণ করা হারাম বলে বিজ্ঞ আলেমগণ ফতোয়া প্রদান করেছেন। তারা এ বিষয়ে কুরআনের নিম্নোক্ত আয়াত দ্বারা দলীল পেশ করেন:
আল্লাহ তাআলা বলেন:
স্বামী-স্ত্রীর মিলন বা দাসীর সাথে যৌন সঙ্গম ছাড়া অন্য কোনভাবে যৌনক্ষুধা নিবারণ করা হারাম বলে বিজ্ঞ আলেমগণ ফতোয়া প্রদান করেছেন। তারা এ বিষয়ে কুরআনের নিম্নোক্ত আয়াত দ্বারা দলীল পেশ করেন:
আল্লাহ তাআলা বলেন:
* وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ ﴿٥﴾ إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ ﴿٦﴾ فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَـٰئِكَ هُمُ الْعَادُونَ*
এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্য কিছু কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। (সূরা মুমিনূন: ৫-৭)
যেহেতু এখানে স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ছাড়া অন্য পথ অবলম্বন করাকে সীমালংঘণ বলে সাব্যস্ত করা হয়েছে। তাই হস্তমৈথুন বা
অন্য কোন উপায়ে যৌন তাড়না নিবৃত করা সীমালঙ্ঘণের অন্তর্ভূক্ত। আল্লাহু আলাম।----------------
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল-মাদানী
No comments:
Post a Comment