ইসলামী শরীয়তে কাপড় ধোয়ার নিয়ম হল, পাক পানি দ্বারা এমনভাবে কাপড় ধৌত করতে হবে যেন তাতে নাপাকি লেগে না থাকে। এর জন্য যতবার প্রয়োজন ততবার ধৌত করতে হবে। তিনবার ধুতে হবে এমন কোন কথা শরীয়তে নেই। যে কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত। সুতরাং ধোয়ার শুরুতেও বিসমিল্লাহ বলবেন। আল্লাহু আলাম
No comments:
Post a Comment