Wednesday, June 20, 2018

কাশ্ফ ও ইলহাম কি ?

কাশ্ফ ও ইলহাম


কাশ্ফ ও ইলহামকেও তথাকথিত কতিপয় তরীকাপন্থী বড় করে দেখে। কাশ্ফের মাধ্যমে কোন কথা জানতে পারাকে বুযুর্গীর সনদ মনে করে থাকে। আর কেউ কেউ তো কাশ্ফ ও ইলহামকে শারী‘আতের সনদই গণ্য করে থাকে এবং শুধু কাশফ ও ইলহাম অর্জন করার জন্য সুন্নাত নয়, এমন অনেক মুজাহাদায় লিপ্ত হয়। অথচ কুরআন-সহীহ হাদীসে কাশ্ফ ও
ইলহামকে দ্বীনী ব্যাপারে কখনও দলীলের মর্যাদা দেয়া হয়নি। দুনিয়াবী কর্মকান্ডেও কাশ্ফ ও ইলহামের উপর ‘আমাল করার জন্য শর্তারোপ করা হয়েছে যে,
সেগুলোর বিষয়বস্তু কুরআন-সুন্নাহর পরিপন্থী যেন না হয় এবং সে মোতাবেক ‘আমাল করতে গিয়ে শারী‘আতের কোন ধারা যেন খন্ডিত না হয়। (প্রচলিত জাল হাদীস ৫৯)

No comments:

Post a Comment

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...