১১১।সুরাহ আল লাহাব(1-5)
111.সুরাহ আল লাহাব(1-5)
ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু
করছি আল্লাহর নামে যিনি পরম
করুণাময়, অতি দয়ালু
[1] ﺗَﺒَّﺖ ﻳَﺪﺍ ﺃَﺑﻰ ﻟَﻬَﺐٍ ﻭَﺗَﺐَّ
[1] আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক
এবং ধ্বংস হোক সে নিজে,
[1] Perish the two hands of Abû Lahab
[2] ﻣﺎ ﺃَﻏﻨﻰٰ ﻋَﻨﻪُ ﻣﺎﻟُﻪُ ﻭَﻣﺎ
ﻛَﺴَﺐَ
[2] কোন কাজে আসেনি তার ধন-সম্পদ
ও যা সে উপার্জন করেছে।
[2] His wealth and his children will not
benefit him!
[3] ﺳَﻴَﺼﻠﻰٰ ﻧﺎﺭًﺍ ﺫﺍﺕَ ﻟَﻬَﺐٍ
[3] সত্বরই সে প্রবেশ করবে লেলিহান
অগ্নিতে
[3] He will be burnt in a Fire of blazing
flames!
[4] ﻭَﺍﻣﺮَﺃَﺗُﻪُ ﺣَﻤّﺎﻟَﺔَ ﺍﻟﺤَﻄَﺐِ
[4] এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,
[4] And his wife too, who carries wood
(thorns of Sadan which she used to put
on the way of the Prophet (SAW) , or use
to slander him).
[5] ﻓﻰ ﺟﻴﺪِﻫﺎ ﺣَﺒﻞٌ ﻣِﻦ
ﻣَﺴَﺪٍ
[5] তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।
[5] In her neck is a twisted rope of
Masad (palm fibre).
Surah Al
Masad
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
1.
আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস
হোক এবং ধ্বংস হোক সে
নিজে,
2.
কোন কাজে আসেনি তার
ধন-সম্পদ ও যা সে উপার্জন
করেছে।
3.
সত্বরই সে প্রবেশ
করবে লেলিহান অগ্নিতে
4.
এবং তার স্ত্রীও-যে ইন্ধন
বহন করে,
5.
তার গলদেশে খর্জুরের
রশি নিয়ে।
*********
No comments:
Post a Comment