রাসুলুল্লাহ(সাঃ) কি জীবিত না মৃত? প্রত্যেক মানুষ মরণশীল । আল্লাহ বলেন –“কুল্লু নাফসিন যাইক্বাতুল
মাউত” –প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে ।
সুরা আলে ইমরান, আয়াত ১৮৫ ।রাসুলুল্লাহ (সাঃ) আল্লাহর সর্বশেষ নবী হওয়ার সাথে সাথে তিনিও
একজন মানুষ ছিলেন । আল্লাহ বলেন –“ক্বুল ইন্নামা আনা বাশারুকুম মিসলুকুম” –(হে নবী) আপনি বলুন,আমি তোমাদের মতোই একজন মানুষ ।
সুরা কাহাফ, আয়াত 110।সুতরাং, কুরআন দ্বারা এটাই প্রমানিত হয় যে,রাসুলুল্লাহ (সাঃ) একজন মানুষ ছিলেন এবং তিনিও মৃত্যু বরণ করবেন ।
আল্লাহ বলেন“ইন্নাকা মায়্যিতুন ওয়া ইন্নাহুম-মায়্যিতুন”–(হে নবী) আপনিও মৃত্যু বরণ করবেন
আর তারাও মৃত্যু বরণ করবেন ।সুরা আল-যুমার, আয়াত ৩০ ।এই আয়াতে আল্লাহ স্পষ্ট উল্লেখ
করেছেন,নবী মুহাম্মাদ (সাঃ) ও একদিন মৃত্যুবরণ
করবেন।সুতরাং যার রাসুলুল্লাহ (সাঃ)কে জীবিত
মনে করে তাদের আকীদা বা বিশ্বাস হলো ইসলাম বিরোধী, কুরআন বিরোধী ।এছাড়া, রাসুলুল্লাহ (সাঃ) এর মৃত্যুর পরে সাহাবীরা আশ্চর্য হয়ে পড়েন একজন
নবী কি করে মারা যেতে পারেন ?উমার (রাঃ)
খোলা তলোয়ার নিয়ে ঘোষণা করেন,যেই
ব্যক্তি বলবে রাসুলুল্লাহ (সাঃ) মৃত্যুবরণ করেছেন আমি তার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলবো ।তখন এই উম্মতের শ্রেষ্ঠ ব্যাক্তি, আবু বকর
(রাঃ) এই ভুল ধারণা দূর করে দেন সমস্ত
সাহাবীদের অন্তর থেকে এই বলে,“যেই ব্যক্তি মুহাম্মাদের পূজা করতো সে জানুক মুহাম্মাদ
মারা গেছেন ।আর যেই ব্যক্তি আল্লাহর উপাসনা করে সে জানুক আল্লাহ চিরঞ্জীব,চিরস্থায়ী ।তখন তিনি দলীল হিসেবে কুরআনের এই আয়াত পেশ করেন –
“মুহাম্মাদ, তিনিতো আল্লাহর রাসুল
ছাড়া আর কিছু নন, তার পূর্বে অনেক নবী মৃত্যু
বরণ করেছেন । এখন তিনি যদি মৃত্যুবরণ
করেন বা নিহত হন তোমরা কি তোমাদের
পূর্ব অবস্থায় (কুফুরীতে) ফিরে যাবে ?প্রকৃতপক্ষে যেই ব্যক্তি তার পূর্বের অবস্থায় ফিরে যাবে সে আল্লাহর কোন ক্ষতি করতে পারবেনা । আল্লাহ অচিরেই
কৃতজ্ঞদেরকে প্রতিদান দিবেন ।সুরা আলে ইমরান, আয়াত ১৪৪ ।বিঃদ্রঃ মানুষের জীবন দুই
প্রকার,একটা মৃত্যুর আগে আরেকটা পরে যাকে পরকাল বলে । আর কবর থেকে নিয়ে কিয়ামতে হাশর
হওয়া পর্যন্ত জীবনকে “বরযখের জীবন” বা পর্দার
জীবন বলা হয় । মানুষ মারা গেলে তার
দুনিয়ার জীবন শেষ হয়ে যায় আর বরযখের জীবন
শুরু হয় যা দুনিয়ার জীবন থেকে আলাদা ।
আর ঐ কবরের জীবন কেমন, কিরকম
এটা বুঝা আমাদের পক্ষে সম্ভব না ।সে সম্পর্কে কুরআন হাদীসে আমাদের
যতটুকু জানানো হয়েছে আমরা ততটুকু
কোনো রকম প্রশ্ন ছাড়াই ইমান আনবো ।
কিন্তু কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ বা
অতিরিক্ত প্রশ্ন করবোনা । এটাই হলো ইমান বিল গায়েব –অদৃশ্যে বিশ্বাস ।রাসুলুল্লাহ (সাঃ) কে আমাদের দুরুদ গুলো ফেরশতারা (মালায়েকা)
পোঁছে দেন,আমাদের দুনিয়ার জীবনের কিছু
কথা আমাদের মৃত আত্মীয় স্বজনদের
কাছে বলা হয়,পরিচিত মৃত ব্যাক্তিদের আত্মাদের
মাঝে দেখা সাক্ষাত হয়, অনেক মৃত ব্যাক্তিকে কবরে শাস্তি দেওয়া হয়,-এই সবগুলো সহীহ হাদীস দ্বারা প্রমানিত ।আমরা এইগুলো বিশ্বাস করবো কিন্তু
ব্যাখ্যা করা বা দুনিয়ার জীবনের সাথে তুলনা করার
চেষ্টা করবোনা ।হায়াতুন-নবী – অর্থ হলো যে নবী জীবিত ।এই কথা না কুরআনে আছে না কোনো সহীহ
হাদীসে আছে । বরং উপরের আলোচনা থেকে এই কথা দিনের আলোর মতো পরিষ্কার রাসুলুল্লাহ
(সাঃ) হায়াতুন্নবী বলা কুরআন বিরোধী আকীদা ।
আল্লাহতালা আমাদের বোঝার তৌফিক দান
করুন । আমীন ।< এই পোষ্ট আপনারা শেয়ার করুন
এবং অন্য মুসলিম ভাই ও বোনদের জানান ।
এতে আপনিও সওয়াব এর অধিকারী হবেন
Subscribe to:
Post Comments (Atom)
প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?
প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...
-
চাশতের নামায মসজিদে পড়ার পৃথক ফযীলত হযরত আবু উমামা (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহ রসূল (সাঃ) বলেন “যে ব্যক্তি কোন ফরয নামায আদায়ের উদ্দেশ্...
-
সালাত বা নামায কায়েম হবে কিভাবে? সালাত বা নামাজ কায়েম হওয়ার ২৬ টি উপায় দেয়া হলোঃ মহান আল্লাহ কুরআন মাজীদে ও তাঁর রসূলের মুখে আমাদেরকে...
-
ঈমানী দুর্বলতার লক্ষণ, কারণ ও চিকিৎসা গুলি কি? ==================== দুর্বল ঈমানের লক্ষণ- ১। পাপে নিমজ্জিত হওয়া, হারাম কাজ করা। ২। অন্তকর...
-
মুসলিম জীবনে সততা ও সত্যবাদিতা আল্লাহ তাআলা বলেনঃ ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁَﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻛُﻮﻧُﻮﺍ ﻣَﻊَ ﺍﻟﺼَّﺎﺩِﻗِﻴﻦَ “হে মুমিনগণ,...
-
১১২।সুরাহ আল ইখলাস(1-4) 112.সুরাহ আল ইখলাস(1-4) ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু করছি আল্লাহর নামে যিনি পরম ক...
-
কিয়ামতের দিন শাফায়াত লাভের জন্য কতিপয় আমল: ১) একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করা ও তাওহীদ বাস্তবায়ন করা: আবু হুরায়রা রা. হতে বর্ণিত। রাসূল...
-
হারাম বস্ত্ত দিয়ে চিকিৎসা করা হারাম বস্ত্ত দিয়ে চিকিৎসা করাও হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: إِنَّ اللهَ تَعَ...
-
১০৭। সুরাহ আল মাউন (1-7) 107.সুরাহ আল মাউন (1-7) Rate This ﺑِﺴﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺮَّﺣﻤٰﻦِ ﺍﻟﺮَّﺣﻴﻢِ – শুরু করছি আল্লা...
-
প্রশ্নঃ আল্লাহ তাআ’লা সম্পর্কে শয়তান একজন মানুষকে এমন ওয়াস্ ওয়াসা (কুমন্ত্রনা) প্রদান করে যে, সে ঈমান চলে যাওয়ার আশঙ্কা করে। এ সম্পর্কে আপ...
-
যদি সবকিছু পূর্ব নির্ধারিত হয়ে থাকে তাহলে সেগুলো সম্পাদনের জন্যে মানুষকে জবাবদিহি করতে হবে কেন ? যেকোন পাপকার্য সম্পাদনের ঘটনা কি তা...
No comments:
Post a Comment