Saturday, June 23, 2018

ধুমপান হারাম যে সব কারণে ও ধূমপান ছাড়ার ১৩ কৌশল:

ধুমপান হারাম যে সব কারণে ও ধূমপান ছাড়ার ১৩ কৌশল:
১) এটি বিভিন্ন রোগের কারণ ও স্বাস্থের জন্য ক্ষতি কারক। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হারাম।(বাকারা:১৯৫)
২) এটি মৃত্যুর অন্যতম একটি কারণ। আর আত্মহত্যা করা হারাম। (নিসা: ২৯)
৩) এর মাধ্যমে ধুমপায়ী নিজের যেমন ক্ষতি করে অন্যের ক্ষতি করে।ইসলামে নিজের বা অন্যের ক্ষতি করা হারাম।(মুয়াত্তা মালিক)
৪) দূর্গন্ধময়। যা অন্যের কষ্টের কারণ। কোন  মুসলমানকে কষ্ট দেয়া হারাম। (সূরা আহযাব: ৯৮)  ৩) অর্থ অপচয়। “অর্থ অপচয়কারী শয়তানের ভাই।” (সূরা ইসরা: ২৭)
৫) এটি একটি নাপাক বস্তু।আল্লাহ তায়ালা
নাপাক জিনিস ভক্ষণ করতে নিষেধ  করেছেন। (আরাফ: ১৫৭)

৬) এটি একটি প্রকাশ্য পাপ।আর প্রকাশ্যে পাপাচার করার শাস্তি আরও বেশী।
৭) আল্লাহ নির্দেশের বিরোধিতা। কেননা, আল্লাহ তায়ালা পবিত্র ও হালাল জিনিস  ভক্ষণ করতে আদেশ করেছেন। (সূরা বাকারা:১৭২)
৮) তামাক নেশা দ্রব্যের অন্তর্ভূক্ত। কম হোক বা বেশী হোক সকল প্রকার নেশা দ্রব্য ইসলামে হারাম। (তিরমিযী,আবুদাউদ, ইবনে মাজাহ) গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী
ধূমপান ছাড়ার ১৩ কৌশল: ডা. মোড়ল নজরুল ইসলাম: বিশেষজ্ঞগণ ধূমপানের  আসক্তি থেকে নিজেকে রক্ষার ১৩টি উপায় বলে দিয়েছেন। এসব অনুসরণ করলে ইংশা আল্লাহ ধূমপান ছাড়া সম্ভব। এ ১৩টি উপায় হচ্ছে-১. প্রথমে সিদ্ধান্ত নিন কেন ধূমপান  ছাড়া আপনার জন্য জরুরি। অর্থাত্ কি  কারণে ধূমপান ছাড়তে চান। যেমন ক্যান্সার ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে।  ২. কোন ধরনের থেরাপি বা বিকল্প  মেডিকেশন ছাড়া ধূমপান ছাড়া ঠিক  নয়। কারণ সিগারেটের নিকোটিনের ওপর  ব্রেইন অনেক ক্ষেত্রে নির্ভরশীল হয়ে পড়ে। ছেড়ে দিলেই নানা উপসর্গ শুরু হয়। তাই  সিগারেটের বিকল্প থেরাপির কথা  চিন্তা করতে হবে।  ৩. নিকোটিনের বিকল্প গাম, লজেন্স ইত্যাদি ব্যবহার করতে হবে।  ৪. নিকোটিনের বিকল্প ওষুধ সেবন করা যেতে পারে।  ৫. একা একা ধূমপান না ছেড়ে পরিবারের  অন্যান্য সদস্য (যদি ধূমপায়ী থাকেন),  বন্ধু-বান্ধব ও সহকর্মীদের উত্সাহিত করে  একসঙ্গে ধূমপান ত্যাগের ঘোষণা দিন।  ৬. মানসিক চাপ কমাতে চেষ্টা করুন।  প্রয়োজনে হালকা ম্যাসাজ নিন।  ৭. অ্যালকোহল পরিহার করুন।  ৮. মনোযোগ অন্যদিকে নিতে ঘরের কাজ করতে চেষ্টা করুন।  ৯. ধূমপান ত্যাগের জন্য বার বার চেষ্টা  করুন। একবার ছেড়ে দিলে দ্বিতীয় বার  আর ধূমপান করবেন না।  ১০. নিয়মিত ব্যায়াম করুন।  ১১. প্রচুর পরিমাণ সবুজ শাক-সবজি ও  রঙিন ফলমূল খান।  ১২. ধূমপান বন্ধ করে যে আর্থিক সাশ্রয়  আপনার হবে তার একটা অংশ জনকল্যাণ অথবা হালকা বিনোদনে ব্যয় করুন।  ১৩. আর ধূমপান ছাড়ুন বন্ধু-বান্ধব বা  প্রেমিক-প্রেমিকাকে খুশি করার জন্য নয়, বরং আপনার সুস্বাস্থ্যের জন্যই এটা করেছেন।এমন জোরালো অবস্থান নিন।  লেখক : চুলপড়া,এলার্জি, চর্ম ও যৌন  রোগ বিশেষজ্ঞ।উৎস: দৈনিক ইত্তেফাক

No comments:

Post a Comment

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়ার পর তার জন্য করণীয় কি?

প্রশ্ন: সুদী ব্যাংকে চাকুরী করার বিধান সম্পর্কে অজ্ঞ থাকার কারণে যদি কেউ সারা জীবন সুদী ব্যাংকে চাকুরী করে তাহলে চাকুরী থেকে অব্যহতি নেয়...